বিশ্ব দৃষ্টি দিবস-2020

বিশ্ব দৃষ্টি দিবস-2020

আজ ‘বিশ্ব দৃষ্টি দিবস ২০২০। প্ৰতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, অন্ধত্ব এবং চোখের বিকলতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয়। মানুষের চিন্তার উন্নতি ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনেসকো ২০০২ সাল থেকে এই দিবস পালন করে আসছে। এবারে ২০২০ সালের থিম হলো ‘দৃষ্টিতে আশা’।
বর্তমানে বিশ্বের প্রায় ৩২ কোটি মানুষ চোখের রোগে ভুগছে। যাদের মধ্যে ৪ কোটি ৫০ লাখ মানুষ দৃষ্টিহীনতা এবং বাকি ২৬ কোটি ৯০ লাখ মানুষ স্বল্প দৃষ্টি কিংবা চোখের অন্য কোন রোগে ভুগছে। এদের প্রতি সহানুভূতি জানানোর জন্য প্রতি বছর ‘বিশ্ব দৃষ্টি দিবস’ পালন করা হয়।
বিশ্বে প্রায় সাড়ে চার কোটি মানুষ পুরোপুরি দৃষ্টি প্রতিবন্ধী। বর্তমানে প্রতি ৫ সেকেন্ডে এক জন বয়স্ক মানুষ এবং প্রতি এক মিনিটে একটি শিশু অন্ধ হয়ে পড়ছে। এক পরিসংখ্যানে বলা হয়েছে, বিশ্বের ৯০ শতাংশ অন্ধ মানুষের বাস উন্নয়নশীল দেশগুলোতে।
চোখের বিভিন্ন রোগ তো আছেই, এর সাথে ডায়াবেটিস, গ্লকোমা, ছানি পড়া, বয়সজনিত কারনে চোখের সমস্যা ইত্যাদি অসুস্থতা দিন দিন বাড়ছে। এছাড়াও কম্পিউটার, মোবাইল, টিভি ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের দিকে তাকিয়ে থাকার ফলে চোখে নানারকম সমস্যা দ্রুত বেড়ে চলেছে।

বিশ্বে প্রায় সাড়ে চার কোটি মানুষ পুরোপুরি দৃষ্টি প্রতিবন্ধী। বর্তমানে প্রতি ৫ সেকেন্ডে এক জন বয়স্ক মানুষ এবং প্রতি এক মিনিটে একটি শিশু অন্ধ হয়ে পড়ছে। এক পরিসংখ্যানে বলা হয়েছে, বিশ্বের ৯০ শতাংশ অন্ধ মানুষের বাস উন্নয়নশীল দেশগুলোতে।

সচেতনতা এবং দ্রুত চিকিৎসক এর পরামর্শ নিতে পারলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টিহীনতা এড়ানো সম্ভব। চোখের যেকোন সমস্যার জন্য কিংস্টন হাসপাতাল আপনার পাশে রয়েছে। এখানে দক্ষ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের চেকআপ ও চিকিৎসা সেবার সুব্যবস্থা রয়েছে। ধন্যবাদ।

House 51-54, Road 01 & 02, Block-D, Shahidbag, Mirpur -12, Dhaka-1216,

Call Us Now at

Call Us Now at

+88 01952-989866

Email Us at

Email Us at

kingstonhospital.bd@gmail.com

Book Online

Book Online

Appointment Now