পবিত্র মাহে রমজান মাসে ডায়েবেটিস রোগীদের করণীয় সংক্রান্ত সেমিনার আয়োজন

গত ৯ মার্চ ২০২৪ তারিখ রোজ শনিবার কিংস্টন হাসপাতালে সভা কক্ষে হাসপাতালের রোগী এবং হাসপাতালে সকল স্টাফদের নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের আলোচ্য বিষয় ছিল ডায়াবেটিস শিক্ষা ও রমজান মাসে ডায়াবেটিস রোগীদের করণীয় | উক্ত আলোচনায় প্রধান বক্তা ছিলেন ডা. মাজারুল ইসলাম (সোহেল)|  উক্ত সেমিনারে বিনামূল্যে ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার চেকআপ এবং কনসাল্টেশন করা হয়।
সেমিনারে ডায়াবেটিস রোগীদের করণীয় এবং বর্জনীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা পাশাপাশি রমজান মাসে ডায়াবেটিস রোগীদের রোজা রাখার ব্যাপারে কুরআন ও হাদিসের আলোকে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, একটি প্রশ্নোত্তর পর্ব এর মাধ্যমে রোগীদের মতামত গ্রহণ এবং নির্দেশনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংস্টন হাসপাতালের পরিচালক-অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল মো: আনিসুর রহমান, এনডিসি, পিএসসি (অব:), পরিচালক, ইঞ্জি: মোঃ শফিউল্লাহ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

House 51-54, Road 01 & 02, Block-D, Shahidbag, Mirpur -12, Dhaka-1216,

Call Us Now at

Call Us Now at

+88 01952-989866

Email Us at

Email Us at

kingstonhospital.bd@gmail.com

Book Online

Book Online

Appointment Now